Education is Power
School Code (Board) : 1271| EIIN : 107860
Assistant Head Sir ( Day )

“শিক্ষাই শক্তি” এই মুলমন্ত্র ধারণ করে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো।

ব্যাক্তিজীবন ও জাতীয় উন্নয়ন করার পূর্বশর্ত হলো “শিক্ষা”। শিক্ষা মানুষকে নতুন করে বাচতে শেখায়। জীবন যুদ্ধে শক্তিশালী সৈনিকে পরিনত করে। বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য দরকার সুশিক্ষিত জনশক্তি। দেশের জনগণ যখন জনশক্তি/জনসম্পদে পরিনত হবে তখনই দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। আর জনগণকে জনশক্তি/জনসম্পদে পরিনত করার জন্য দরকার দায়িত্বশীল শিক্ষক জনগোষ্ঠী। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের সংগে প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের সক্ষম করে তোলাই আমাদের অন্যতম উদ্দেশ্য। 

(We will take our organization forward by adopting this principle of "education power". The prerequisite for personal development and national development is "education" Education teaches people to live freshly. Life becomes a powerful soldier in the war. World fast variable To cope with the challenge of this dynamic world, to bring Bangladesh towards development and prosperity, educated manpower is needed. When the people of the country become manpower / human resources only the country will be headed towards development. People need to be responsible for making people's human resources / human resources. Our one of the main objectives of enabling our students to advance with the competitive mentality of the developed world in the 21st century challenge

Saidul Islam Badal , Assistant Headmaste _Acting) 

Total Views : 1463


Assistant Head Sir Message
Blughat High School